করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন বেগম জিয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৫:২৮ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২১, ০৫:৩৭ PM
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও তেমন কোন জটিল উপগর্গ না থাকায় তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগনে ডা. মামুন।
বেগম জিয়ার করোনাভাইরাস শনাক্তের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ রবিবার বিকেলে তিনি এ কথা জানান।
ডা. মামুন বলেন, শুধু তিনি নন, রাজধানী গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের যত বাসিন্দা আছেন, তারা সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ওই বাসভবনে থেকে সবাই চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, আমরা খুবই সতর্কতার সহিত দেখভাল করছি সবাইকে। পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে। দুই-একজনের করোনার উপসর্গ থাকলেও ম্যাডামের কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন পর্যন্ত তাঁর শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে।
তিনি বলেন, আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।