অবস্থা স্থিতিশীল সাদাতের, নিয়ন্ত্রণে ফুসফুস সংক্রমণ ও জ্বর
করেনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আক্রান্ত হওয়ার পর থেকে কঠিন সময় পার করলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলেই নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, এই মুহূর্তে আমার শরীরের অবস্থা অনেকটাই স্থিতিশীল। অক্সিজেন লেভেল, ফুসফুস সংক্রমণ ও জ্বর প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে।
সাদাত বলেন, আমি এখনো হাসপাতালে ভর্তি। ভর্তির প্রায় দু সপ্তাহ হতে চললো, এখনো রিলিজ ডেট নিশ্চিত নয়। এই পুরোটা সময় নানাবিধ শারীরিক-মানসিক চড়াই-উতড়াইয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। সময়টা নিঃসন্দেহে কঠিন। জীবনের বিরল ও ভয়াবহ এক অভিজ্ঞতাও। তবে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি এই কঠিন দুঃসময়েও সর্বাত্মক সহযোগীতা করেছেন।
এর আগে গত ২৮ মার্চ তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে থেকে জ্বর ও কাশি বেড়েই চলছিলো তার। হাসপাতালে নেওয়ার পরে তাঁর ফুসফুসে ২৫% সংক্রমণ ধরা পড়ে। করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ফেসবুক স্ট্যাটাসে সাদাত বলেন, আমার অবস্থার উন্নতির এই প্রক্রিয়া বেশ কঠিন ছিল। কিছু শারীরিক জটিলতার কারণে প্রথম থেকেই পর্যাপ্ত এন্টিবায়োটিক/ট্রিটমেন্ট ব্যবহার করা যাচ্ছিল না। প্রাথমিকভাবে কয়েকদিনের চেষ্টায় প্রায় চারগুন বেশি থাকা লিভার এনজাইম কমিয়ে এনে প্রোপার ট্রিটমেন্টে যেতে হয়েছে। তবে আল্লাহর রহমতে এখন তা অনেকটাই নিয়ন্ত্রিত।
তিনি বলেন, যদিও এই মুহূর্তে প্রচন্ড কাশির কারণে এখনো কন্টিনিউয়াসলি নেবুলাইজেশনসহ নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে। ফলে কথা বলার মতো পরিস্থিতি নেই। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।