০৯ এপ্রিল ২০২১, ১১:৪৬
১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সারাদেশে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিনকে দিন করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। একই সঙ্গে মানুষের মধ্যে অবহেলা ও উদাসীনতা বাড়ছে।
সেতুমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। চলমান এই লকডাউনে মানুষের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলে জানান ওবায়দুল কাদের।