বগুড়ায় হঠাৎ মেস ছাড়ার নির্দেশনা, বিপাকে শিক্ষার্থীরা
করোনার ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় সব ছাত্রাবাসের শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (৭ এপ্রিল) এই নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যানবাহন বন্ধ থাকায় বাড়িতে যেতে পারছেন না তারা। ফলে কোথায় থাকবেন সেটি নিয়েও হতাশায় রয়েছেন শিক্ষার্থীদের বড় একটি অংশ।
শিক্ষার্থীরা বলছেন, লকডাউনের আগে যদি মেস ছাড়ার বিষয়টি তাদের জানানো হত, তাহলে বাড়িতে চলে যেতে পারতেন তারা। লকডাউন চলায়, এখন সব বাস বন্ধ ফলে বাড়িতে যেতে পারছেন না তারা।
এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলী আকবর জানান, হঠাৎ করেই বাড়ির মালিক এসে আমাদের মেস ছাড়ার কথা বলে গেছে। গাড়ি বন্ধ থাকায় বাড়িতে যেতে পারছি না। হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে আমাদের বিপদে ফেলা হয়েছে। আশা করছি প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে।
রসায়ন বিভাগের শিক্ষার ইফফাত জাহান ইভা জানান, ছাত্রাবাস যদি বন্ধের ঘোষণা দেয়া হত, তাহলে আমাদের জন্য সুবিধা হত। তখন ভাড়া দিতে হতো না। তবে ছাড়ার কথা বলায় এখন ভাড়াও দিতে হবে। আমাদের উভয় দিক দিয়েই ক্ষতি হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আর করোনার সংক্রমণও অনেক বেশি, তাই সরকারি নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের সাময়িক অসুবিয় মেনে নেয়ার আহবান জানাচ্ছি।