নামাজের আগে-পরে মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ

বায়তুল মোকাররম
বায়তুল মোকাররম  © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মসজিদে নামাজের আগে ও পরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মসজিদ ও অন্যান্য ও ধর্মীয় উপাসানালয়ে প্রার্থনার আগে ও পরে জমায়েত নিরুৎসাহিত করা হলো। প্রার্থনার আগে ও পরে কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন রমজানে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ আদায় করতে হবে। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ