হেফাজতের পক্ষে কথা বলায় কৃষক লীগ নেতা বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৯:৫৭ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৯:৫৭ PM
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কৃষক লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কৃষক লীগ নেতার নাম মো. সেলিম শরীফকে (সলিম)। তিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৬ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম শরিফ হেফাজতে ইসলামের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের পক্ষ অবলম্বন করে ও স্থানীয় লোকদের সঙ্গে এ সম্পর্কে তাদের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দিয়ে থাকেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
জানতে চাইলে বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ বলেন, ‘আমি ফেসবুকের কিছুই তেমন বুঝি না। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’