০৫ এপ্রিল ২০২১, ২২:০১

ভূমিকম্পে কেঁপে উঠল রাজশাহী, রংপুর

রাজশাহী ও রংপুর বিভাগে ভূমিকম্প হয়েছে  © প্রতীকী ছবি

দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ১৯ মিনিটের দিকে মৃদ্যু ভূমিকম্পটি অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। এর প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।