০৫ এপ্রিল ২০২১, ১৭:১৩

আমিন জুয়েলার্সের মালিকের ছেলের করোনায় মৃত্যু

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম  © ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক (ইডি) কাজী আমিনুল ইসলাম (৫৬)। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আমিনুল ইসলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ও আমিন জুয়েলার্সের কর্ণধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের বড় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৬৬ সালে শুরু হওয়া প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন কাজী আমিনুল ইসলাম।