লকডাউনে ফাঁকা রাজধানী
দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় তা ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে রোববার ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। আজ সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে এসব বিধিনিষেধ কার্যকর হচ্ছে। যা মানতে হবে ১১ এপ্রিল পর্যন্ত।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল, হাটবাজার। কেবল ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে।
নির্দেশনা অনুযায়ী, সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে। বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা বাস-ট্রেন-লঞ্চ চলাচল।
আরও পড়ুন এক সপ্তাহের লকডাউন শুরু
সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, মৌচাক, রামপুরা, বাড্ডা এলাকাসহ বেশ কিছু জায়গায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। অল্পকিছু ব্যক্তিগত যান চললেও কোনো গণপরিবহন দেখা যায়নি। জায়গায় জায়গায় চলছে পুলিশি তল্লাশী। ব্যক্তিগত গাড়ি আর রিকশায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুয়েকটি ভাড়া করা বাস চলতে দেখা গেছে।
তবে যানবাহন না থাকলেও ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের চলাচল শুরু হতে দেখা গেছে। কেউ অফিস কেউ ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হয়েছেন। অনেকে আবার আজও কোনো না কোনোভাবে গ্রামের বাড়ি যাওয়ার আশায় বের হয়ে পড়েছেন। গণপরিবহন না থাকায় এদের বেশিরভাগই হতাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। ব্যক্তিগত গাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখে হাত বাড়াচ্ছেন! অনেকে রিকশায় চড়ে গন্তব্যে ছুটছেন। তবে রাস্তায় রিকশার সংখ্যাও খুব কম।