ফেসবুক লাইভে মামুনুল হক (ভিডিও)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে জানা গেছে।
এ ঘটনার পর ফেসবুকে লাইভে এসেছেন মামুনুল হক। এসময় তিনি বলেছেন, স্থানীয় কিছু গণমাধ্যমকর্মী, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ অন্যরা সেখানে লাইভ ভিডিও করে অসদাচরণ করেন। পরে বিষয়টি জানতে পেরে জনতা ক্ষিপ্ত হয়ে সেখানে যান। তবে আমি তাদের শান্ত করার চেষ্টা করি।
মামুনুল হক বলেন, আমার সাথে আমার বিবাহিত দ্বিতীয় স্ত্রী ছিলেন। এটি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা সব তথ্য নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। আমার পরিবারও সব অবহিত হয়েছেন। এসময় এ ঘটনা নিয়ে আর কোনো বিচ্ছৃঙ্খলা বা বিভ্রান্তি না সৃষ্টি করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
ফেসবুক লাইভে তার বড় ভাই হাফেজ মাহমুদুল হক, আরেক ভাই মাহবুবুল হকও উপস্থিত ছিলেন।