আল্লাহর চেয়ে বেশি শক্তি আপনাদের নেই:মামুনুল

মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক  © ফাইল ফটো

গণমাধ্যমকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আপনারা যতই প্রভাবশালী হন, যতই শক্তিশালী হন, পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন, আল্লাহর চেয়ে বেশি শক্তি আপনাদের নেই।

শুক্রবার (০২ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

ইসলামের বিপক্ষে গণমাধ্যম অবস্থান করছে দাবি করে তিনি বলেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় এমপির বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারেন না, শতবর্ষী বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুসিয়ায় যারা হামলা করল তাদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না, যারা আমার মায়ের বুক খালি করল, যারা আমার ভাইদের হত্যা করল, তাদের মুখোশ উন্মোচন করতে পারেন না। আপনারা পারেন, হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনী রচনা করতে।

তিনি অভিযোগ করে বলেন, ২০১৩ সাল থেকে গণমাধ্যম চেষ্টা করছে হেফাজতে ইসলামকে মাইনাস করবার। হেফাজতে ইসলাম সম্পর্কে জাতির কাছে নেতিবাচক তথ্য উপস্থাপন করছে এই মাধ্যম। এ অপচেষ্টা করে কি হয়েছে, আপনারা যতই চেষ্টা করছেন, আপনাদের সব অপচেষ্টার জবাব দিচ্ছেন আমার আল্লাহ।

তিনি আরও বলেন, আপনাদের কাছে টেলিভিশনের পর্দা আছে, আমাদের কাছে সাড়ে তিন লাখ মসজিদের মেম্বার আছে। আপনাদের কাছে যদি জাতীয় পত্র-পত্রিকা থেকে থাকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে। জনগণকে আগের দিনের মতো বোকা ভাববেন না। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান এই হেফাজত নেতা।


সর্বশেষ সংবাদ