রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা, ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু
স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন আলমগীর হোসেন। এসময় ফোন আসলে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। আর পাশে স্ত্রী ও মেয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বালুভর্তি একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও মেয়ে। এ সময় আলমগীরের স্ত্রী গুরুতর আহত হয়।
শুক্রবার (২ এপ্রিল ) সকাল সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলা তারাবাড়িয়ার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন- আলমগীর হোসেন (৩৬), মেয়ে সিনহা খাতুন (৬)। গুরতর আহত হয়ে নাসরিন আক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত আলমগীর সদরের দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর এলাকার ছলিম মোল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন।
পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।