৩১ মার্চ ২০২১, ১১:০১

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস আর নেই

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস  © টিডিসি ফটো

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বুধবার (৩১ মার্চ) ভোর পৌনে পাঁচটায় রাজধানীর বাবর রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

মুহাম্মদ ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলাইয়ার কো-চেয়ারম্যান ছিলেন।

জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে যশোরের মনিরামপুরে বাদ মাগরিব দাফন করা হবে।

মুফতি ওয়াক্কাস ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে মণিরামপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। পরে তাকে ধর্মপ্রতিমন্ত্রী করা হয়। এরপর তিনি এরশাদ সরকারের শেষদিন পর্যন্ত জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

এরশাদ সরকারের পতনের পর মুফতি ওয়াক্কাস আবার সক্রিয় হন জমিয়তের রাজনীতিতে। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তিনি এমপি নির্বাচিত হন। এছাড়া ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।