৩০ মার্চ ২০২১, ১৪:৫৮

ইউরোপ ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

প্রতীকী ছবি  © ফাইল ফটো

ইউরোপের দেশগুলো থেকে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সরকার নির্ধারিত হোটেলে সময়ের যাবতীয় খরচ বহন করতে হবে যাত্রীদেরকেই। করোনার ঊর্ধ্বমুখীতার কারণেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকেই এটি কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো দেশ থেকে দেশা ফেরা যাত্রীদের অবশ্যই করোনামুক্ত সনদ থাকতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের মাধ্যমে তাকে করোনা পরীক্ষা করাতে হবে। আর ইউরোপের যে কোনো দেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রীদের করোনা টিকা নেয়া থাকলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে তাকে ছাড়া হবে।