হেফাজতের দোয়া অনুষ্ঠান শুরু বাদ জোহর
গত কয়েকদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলননে নিহত ও আহতদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার বাদ জোহর কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে বাদ আসর এ কর্মসূচি পালিত হবে। এছাড়া আগামী শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ করবে সংগঠনটি।
হরতাল কর্মসূচি বাস্তবায়ন মনিটরিং টিমের সদস্য ও হেফাজতের নেতা মাওলানা জয়নাল আবেদীন আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে বলেন, দোয়া মাহফিল কর্মসূচি সারাদেশে পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাদ জোহর শুরু হবে। এছাড়া সারাদেশে সময়-সুযোগ অনুযায়ী বাদ জোহর ও বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গত দুই দিনে সারাদেশে হেফাজতের ১৭ জন নেতা-কর্মী নিহত হওয়ার কথা দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এদের মধ্যে ১২ জন ব্রাহ্মণবাড়িয়ায়, চার জন চট্টগ্রামে ও ঢাকার সাইনবোর্ড এলাকায় এক জন নিহত হওয়ার কথা জানানো হয়। মাওলানা জয়নাল বলেন, নিহতরা ছাড়াও পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের হামলায় তাদের প্রায় ৫০০ জন আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন প্রায় ২০০ জন।
এ বিষয়ে আল্লামা মামুনুল হক বলেন, সোমবার শহীদ ও আহতদের জন্য সারা দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে এবং আগামী শুক্রবার (২ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। যদি আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হয় এবং হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আলোচনা করে কয়েক দিনের মধ্যে কঠোর কর্মসূচি আমরা দেব।