২৮ মার্চ ২০২১, ২২:৩৫
শবে বরাতে আতশবাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা
পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা বহন ও ফাটানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (২৮ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ করেছেন।
উল্লেখ্য ২০১৭ সালে মিরপুরের কুর্মিটোলা বিহারি ক্যাম্পে আতশবাজি, পটকা ফোটানো নিয়ে সংঘর্ষের পরে একই পরিবারের ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া গুলিতে আরেকজনের মৃত্যু হয়।