২৮ মার্চ ২০২১, ১৯:৪৩

৯০০ শিক্ষার্থীকে মুজিব কোট উপহার

অনুষ্ঠানে মুজিব কোট পড়ে আছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থীকে মুজিব কোট উপহার হিসেবে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এ সময় ৩৫০ জন শিক্ষার্থীকে পাঞ্জাবীও উপজার হিসেবে দেন তিনি।

রবিবার (২৮ মার্চ) পুরান ঢাকার লালবাগের আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠে মুজিব কোট বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপর উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তরুণদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এমন উদ্যোগ প্রশংসনীয়।