হরতাল চলছে, রাজধানীর বিভিন্ন স্থানে হেফাজতের অবস্থান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহন চলাচলে বাধা দেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহন চলাচলে বাধা দেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

হেফাজতে ইসলামের ডাকে রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ রোববার (২৮ মার্চ ) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে তাদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় যানবাহন চলাচলে বাধা দেওয়াসহ বিক্ষোভ করতেও দেখা গেছে তাদেরকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও অন্তত ছয় জন নিহত হওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। এর আগে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দল।

আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখা যায়, কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় তারা যানবাহন চলাচলে বাধা দেন। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত বাসসহ যানবাহন চলতে দেখা গেছে। তবে সংখ্যায় কম। ওই এলাকায় পুলিশ বা পিকেটার কারও উপস্থিতি চোখে পড়েনি।

মিরপুর ৬০ ফিট থেকে কারওয়ান বাজার পর্যন্তও যান চলাচল করেত দেখা গেছে। এ এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে যান চলাচল করলেও সংখ্যায় ছিল কম। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার (২৭ মার্চ) পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্দেশনায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর হামলার আশঙ্কায় সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মিছিল-সমাবেশের নামে যারা নাশকতার চেষ্টা করবে, জ্বালাও-পোড়াও করবে, কঠোরভাবে দমন করা হবে তাদের। কেউ যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে, জানমালের ক্ষতি করলে, হামলা বা আগুন দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ