রাজপথে নামলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না: মামুনুল
নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় ডাকা হরতালে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক।
আজ শনিবার দুপুর ১২টায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে হেফাজত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।
মামুনুল হক বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেলমেট পরা সন্ত্রাসবাহিনী রাস্তায় মহড়া দিয়েছে। কারা এই হেলমেট বাহিনী? আমরা তাদের পরিচয় জানতে চাই। দেশের স্বাধীনতা দিবসটিও যদি আপনারা ছিনতাইয়ের চেষ্টা করেন! দেশের স্বাধীনতা ছিনতাই করেছেন, জনতার স্বাধীনতা ছিনতাই করেছেন। এবার জনতা যদি রাজপথে নামলে হেলমেট বাহিনী পালানোর সুযোগ পাবে না।
তিনি বলেন, গতকাল সবাই মিলে দেশের সুবর্ণজয়ন্তী পালনের জন্য হেফাজত ইসলাম কোনো কর্মসূচি দেয়নি। তাতে কি লাভ হয়েছে। বিনিময়ে আমরা কি পেলাম। আমাদের রক্ত ক্ষরণ হয়েছে। আমরা আজ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। বাধ্য হয়ে আল্লামা জুনায়েদ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা হরতালে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
হেফাজতের কর্মসূচিতে বাধা না দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, স্পষ্ট বলতে চাই আজ এবং আগামীকাল তোমাদের সন্ত্রাসী বাহিনী যদি ভয়াল রাজত্ব বহাল রাখার চেষ্টা করে তবে সারা বাংলাদেশে আবারো যুদ্ধ হবে।