ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১০:৪৮ PM , আপডেট: ২৬ মার্চ ২০২১, ১০:৪৮ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ মার্চ) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শত শত মাদ্রাসাশিক্ষার্থী। এর আগে বিকেল থেকে মহাসড়কের যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের মুখে অবস্থান নেয় বিক্ষুব্ধরা।
জানা গেছে, সড়কে অবস্থান নিয়ে তারা বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রামের যান চলাচল। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভ। পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন শতাধিক মুসল্লি।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম কাজল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।
তিনি বলেন, এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ করার আধা ঘণ্টা পরেই তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক রয়েছি।