'বিশেষ সফর' উল্লেখ করে মোদি পৌঁছানোর পর টুইট

  © সংগৃহীত

দুদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে; যাতে লেখা হয়েছে, বিশেষ অভ্যর্থনায় শুরু হলো বিশেষ এই সফর। টুইটের সঙ্গে তিনটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

এর একটিতে দেখা যাচ্ছে, বিমান থেকে নামছেন ভারতের প্রধানমন্ত্রী, একটিতে দেখা যাচ্ছে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটিতে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদিকে।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নামার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হোটেল শেরাটনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার দশম দিনের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যৌথভাবে উদ্বোধন করবেন ‘বঙ্গবন্ধু-বাপু যাদুঘর’। সেখানে মোদি তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। তবে মোদির এই সফর ভারতের জন্যও বিশেষ বার্তা বহন করে, তারই ইঙ্গিত মিলল ভারতীয় প্রধানমন্ত্রীর এই টুইটে।


সর্বশেষ সংবাদ