২৩ মার্চ ২০২১, ১৮:৩৫

মোদির উপস্থিতি স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  © ফাইল ফটো

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে আমন্ত্রিত সকল বিদেশি মেহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায়। কিন্তু মোদিকে নয়। কারণ তিনি ধর্মীয় সহিংসতাকে উসকে দিয়েছেন। নরেন্দ্র মোদির মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার এই মাইলফলকে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। সেসব বিবেচনায় আমরা নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করছি।

মঙ্গলবার (২৩ মার্চ) পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি। যদি সে আপন পিতার হত্যাকারীও হয়। এটা ইসলামে সৌন্দর্য। কিন্তু মোদির বিষয়টি ভিন্ন। তার সহিংস অতীত এবং সম্প্রতি ভারতে ধর্মীয় সহিংসতা উসকে দিয়েছে। তাকে বাংলাদেশে স্বাগত জানানোর মতো কোনো পরিবেশ নেই।

তিনি সরকারকে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নেওয়ার আমন্ত্রণ জানান।