অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার স্কুলছাত্রী, বাড়ি ফিরেই আত্মহত্যা
সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ওই মরদেহ উদ্ধার করা হয়। তার নাম জয়া। সে ওই এলাকার শরীফ শেখের মেয়ে।
শরীফ শেখ জানিয়েছেন, একই মহল্লার আব্দুল আজিজের বখাটে ছেলে জিম (১৬) দুই বছর ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সময় অভিভাবকদের কাছে নালিশ জানালেও কোনো ফল হয়নি। এজন্য বুধবার (১৭ মার্চ) তার মেয়ের সঙ্গে এক আত্মীয়ের ছেলের বাগদানের আয়োজন করা হয়। কিন্তু বখাটে জিম পুলিশকে খবর দিয়ে বাগদান অনুষ্ঠান বন্ধ করে দেন।
এখানেই থেমে থাকেনি জিম! পরদিন বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বাসার সামনে থেকে জিমসহ একই এলাকার মৃত শাহিনের ছেলে জীবন, ফনির ছেলে অন্তর, হানিফের ছেলে রুমন ও চর রায়পুর মহল্লার ছাত্তারের ছেলে কাইয়ুম তার মেয়েকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে সন্ধ্যায় পুলিশ মনোরথ নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে গভীর রাতে আনছার নামের মাহমুদপুর মহল্লার এক ব্যক্তি স্কুলছাত্রীকে থানায় পৌঁছে দেয়।
এদিকে শুক্রবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ জয়াকে পরিবারের কাছে হস্তান্তর করলে সে বাসায় ফিরে। বাসায় এসে সে রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিগ্ধ আক্তার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।