২৫ মার্চ এক মিনিট ব্ল্যাকআউট থাকবে সারাদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

আগামী ২৫ মার্চ দেশব্যাপী এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করবে সরকার। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে এই ব্ল্যাক আউট পালন করা হবে।

জানা গেছে, ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা এক মিনিট ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই কিংবা গুরুত্বপূর্ণ জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাক আউট কর্মসূচির বাইরে থাকবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগ, জননিরাপত্তা, বিদ্যুৎ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যোগাযোগ অধিদপ্তর, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এটি বাস্তবায়ন করবে।


সর্বশেষ সংবাদ