অটিস্টিক শিশুরাও বিশ্বটাকে কাঁপিয়ে দিতে পারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পরিচর্যা করে সঠিকভাবে লালনপালন করলে অটিস্টিক বা শারীরিকভাবে প্রতিবন্ধি শিশুরাও দক্ষ জনশক্তিতে রূপান্তর হতে পারে। তারাও এই পৃথিবীটাকে কাঁপিয়ে দিতে পারে।’
রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবি ব্যাংক আয়োজিত অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ মঙ্গলবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা জীবনে কোনো কিছু জয় করার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা নয়। আমরা যদি শিশু-কিশোরকে ঠিকভাবে লালন করতে পারি, তার পরিচর্যা করতে পারি সেও বিশ্বটাকে কাঁপিয়ে দিতে পারে। দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তারাও অনেক সম্মান বয়ে নিয়ে আসতে পারে। ইতিহাস সেটিই প্রমাণ করে।’
অটিস্টিক শিশুদের জন্য অনুষ্ঠান আয়োজন করায় মন্ত্রী এবি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এবি ব্যাংক দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে দেশের অর্থনীতিতে প্রায় চারদশক ধরে অনেক অবদান রেখেছে।’
তথ্যমন্ত্রী এ সময় বলেন,‘আজকে আমাদেরকে কেউ আর দরিদ্র বলে অবজ্ঞা করতে পারবে না। পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ হিসেবে শিরোনামও লিখতে পারবে না । স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা জাতিসংঘ কর্তৃক ফাইনাল রিকমেন্ডেশন পেয়েছি- ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নলালিত আমাদের বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।’
এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. রুমী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।