বইমেলায় থাকছে ৩ স্তরের নিরাপত্তা, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি
সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলার এবারের আয়োজনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (১৬ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারের বইমেলার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সাদা পোশাকে একটি ব্যবস্থাপনা থাকবে, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম থাকবে। প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে থাকে, নির্দিষ্ট প্রবেশ পথ থাকে, নির্দিষ্ট বাহির হওয়ার পথ থাকে। যারা বইমেলায় আসেন তারা প্রবেশ পথে আমাদের সহযোগিতা করে থাকেন। সবার স্বার্থেই এই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, মেলার চারপাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। মোবাইল পেট্রোলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে বলেও জানান তিনি।
কৃষ্ণপদ রায় জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকে নজরদারি করা হবে।
এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, সব দশনার্থীকে অবশ্যই মাস্ক পড়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হবে। মেলায় স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।
আসছে ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে।