একুশে গ্রন্থমেলা বৃহস্পতিবার থেকে, ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই মেলা উন্মুক্ত করে দেয়া হবে বইপ্রেমীদের জন্য। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি উপস্থিত ছিলেন।
এদিকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মেলার দিনক্ষণ পিছিয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।