ওবায়দুল কাদেরের স্ত্রীকে দুষলেন কাদের মির্জা (ভিডিও)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী। ওবায়দুল কাদের সাহেবের ওপর প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে।
আজ রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে এসব অভিযোগ করেন সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা।
কাদের মির্জা বলেন, আজকে কোম্পানীগঞ্জের অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী (ইশরাতুন্নেছা কাদের)। ওবায়দুল কাদের সাহেবের ওপর প্রভাব খাটিয়ে তিনি এ কাজগুলো করছেন। ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী (সাংসদ নিজাম উদ্দিন হাজারী) আর নোয়াখালীর অপরাজনীতির হোতা সাংসদ একরামুল করিম চৌধুরী তাঁর সঙ্গে রয়েছে।
তিনি বলেন, ঢাকাতে মন্ত্রীর পরিচয় দিয়ে, মন্ত্রীর কথা বলে আজকে প্রশাসনকে প্রভাবিত করতেছে। তাছাড়া আমাকে যেদিন এখানে আক্রমণ করা হলো, এখানে ৫০০ পুলিশ ছিল। আমার সঙ্গের ছেলেটা আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার আরও ১০ জন কর্মী ঢাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেউ খবর রাখেনি। আমি আজ এখান থেকে খবর নিয়েছি। ঢাকায় কয়েকজন আছে, তারা খবর নিয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ছাড়া একটা নেতাও খোঁজ-খবর রাখেনি।
তিনি বলেন, যত ষড়যন্ত্র, চক্রান্ত আপনারা করেন জনগণের হৃদয় থেকে আমাকে কখনো সরাতে পারবেন না। আলা উদ্দিন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়েরকে ষড়যন্ত্র উল্লেখ করে মামলায় তার ছেলে তাশিককে আসামি করায় কাদের মির্জা ক্ষোভ প্রকাশ করে। ছেলেটা ঢাকায় আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে। তার পরীক্ষা চলছে, সে ঢাকায়। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। নেত্রী বিষয়টা দেখবেন বলেছেন। কিন্তু আজ তাকেও আসামি করা হয়েছে।