১৪ মার্চ ২০২১, ০০:৩৪
এ বছর ঢাকাবাসী মশারি ছাড়াই ঘুমাতে পেরেছেন: তাপস
গত জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা ঢাকা গিয়েছেন, তারা মশারি ছাড়াই ঘুমাতে পেরেছেন। প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন আমরা সেই নির্দেশনার আলোকে সফলভাবে ডেঙ্গু মশা নিধন করতে সক্ষম হয়েছি।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন।
মেয়র বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যে বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব। একই সাথে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
এ সময় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরগণ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।