১৩ মার্চ ২০২১, ১৯:০৯

আগামী সপ্তাহেই দক্ষিণ সিটির মশা পূর্ণ নিয়ন্ত্রণে আসবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস  © ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটির মশা পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সামনে  এ কথা তাপস।

ডিএসসিসির মেয়র আরও বলেন, ‘আপনারা যারা জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঢাকা গিয়েছেন তাঁরা সেখানে মশারি ছাড়াই ঘুমাতে পেরেছেন। এই বছরই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সফলভাবে ডেঙ্গু মশককে নিধন করতে পেরেছি। এখন যে মশা বৃদ্ধি হয়েছে, সেটা কিউলেক্স মশা। সেই কিউলেক্স মশার ব্যাপারেও আমাদের কর্মপরিকল্পনা ঢেলে সাজিয়েছি। গত এক সপ্তাহ আগে মশা কিছুটা বেড়েছিল। কিন্তু এরই মধ্যে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে।’

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মেয়র তাপস দক্ষিণ সিটির কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।