সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ ল্যাপটপ আত্মসাতের অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বুধবার (১০ মার্চ) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতার ছেলে এবং দাতা সদস্যরা এ অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জয়নাল আবেদিন। বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি প্রধান শিক্ষকের যোগসাজশে এসব ল্যাপটপ আত্মসাৎ করেছেন তিনি অভিযোগ করেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও নানা দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাতা সদস্য আব্দুল ওয়াদুদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, বাবু চয়ন কন্তি ঘোষ প্রমুখ।