শিক্ষকদের ইএফটি বেতন: ১৪ মার্চের মধ্যে ভুল তথ্য সংশোধনের সুযোগ
এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষকদের তথ্য ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, অনেক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের তথ্য দিতে ভুল করেছেন। ভুল তথ্য সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক আদেশে এসব তথ্য জানা গেছে। আদেশটি সব এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।
ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ মার্চের মধ্যে এমপিও কোড, ইআইআইএনসহ (EIIN) শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এনটিআরসিএ-র কাছে পাঠাতে হবে। নির্ধারিত লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ এসব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এমপিও কোড ও ইআইআইএন দেয়া প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংশোধনের সুযোগ দেয়া হবে।
জানা গেছে, forms.gle/X6vBjsGfUSvW8Nic7 লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ ১৪ মার্চের মধ্যে ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানের এমপিও কোড, ইআইআইএন, ফোন নম্বর ও ইমেইল অন্তর্ভুক্ত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর।
তবে, যেসব প্রতিষ্ঠান সঠিক তথ্য দিয়েছে তাদের এ ফরম পূরণ করার প্রয়োজন নেই।
আদেশে আরও বলা হয়েছে, তথ্য সঠিক না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো এমপিও টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না।