শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন জটিলতা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

খন্দকার আনোয়ারুল ইসলাম
খন্দকার আনোয়ারুল ইসলাম  © ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন জটিলতা নিয়ে কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (৯ মার্চ) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে তিনি এ কথা বলেন।

সে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই তাদের রেজিস্ট্রেশনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি আসলে ওইভাবে সবার নজরে আসেনি।’

এ বিষয়ে খন্দকার আনোয়ারুল বলেন, ‘দেখা যাক, কিছু অবশ্যই করা যাবে। বিদেশিদের তো এনআইডি নেই, তাদের পাসপোর্ট দিয়ে কাজ করছি। ওই রকম একটা কিছু করা যাবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আলাদা অ্যাপ চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে মৌখিকভাবে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মজ্ঞুরি কমিশন (ইউজিসি)।


সর্বশেষ সংবাদ