ট্রাকচাপায় চবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নিহত ওসমান গনি
নিহত ওসমান গনি   © সংগৃহীত

কক্সবাজারের পর্যটন পয়েন্ট কলাতলীতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম ওসমান গনি (৪৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। ওসমান পেশায় একজন আইনজীবী ছিলেন।

জানা গেছে, শনিবার (৬ মার্চ) রাত ১১টায় কলাতলীর ডলফিন মোড়ের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী ওসমান গনি ভোরে মারা যান।

এ ঘটনায় নিহত বাকি দুজন হলেন- কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও রাজধানীর উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই ট্রাকটি (চট্ট মেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ পথচারী।


সর্বশেষ সংবাদ