০৬ মার্চ ২০২১, ২১:৩৭

একসঙ্গে দেড় লাখ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন  © ফাইল ফটো

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আগামীকাল রবিবার দেড় লাখ শিশুর কণ্ঠে একসঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে। খুলনা মহানগরী এবং এই জেলার ৯টি উপজেলার এক হাজার ৫০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিশুরা ভাষণ উপস্থাপন করবেন।

শনিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

তিনি জানান, খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার দেড় হাজার প্রাথমিক-মাধ্যমিক ও মাদরাসার শিশুরা ওয়েবিনারের মাধ্যমে যুক্ত হবেন। এই বিদ্যালয়গুলোর প্রতিটি থেকে অন্তত পক্ষে ১০০ জন করে শিশু যুক্ত থাকবেন। খুলনার বয়রাস্থ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মূল অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ শিশু উপস্থিত থাকবেন। তাদের সাথে ওযেবিনারের মাধ্যমে আরও দেড় লাখ শিশু যুক্ত হবেন।