৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও টিকা নিতে পারবেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। এজন্য বয়সের শর্ত শিথিল করা হয়েছে। শিক্ষকদের দ্রুত টিবা দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষকদের তথ্য চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ।

তিনি বলেন, প্রথমে শিক্ষকদের করোনা টিকা দেয়া হবে। এর পর শিক্ষার্থীদের। সরকার এভাবেই পরিকল্পনা করেছে। শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। পূর্বে ৪০ বছর বয়সী শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হলেও সেই শর্ত শিথিল করা হয়েছে। ৪০ বছর বয়সের নিচেও শিক্ষকরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন।


সর্বশেষ সংবাদ