লেখক মুশতাকের মৃত্যু, শাহবাগে কফিন মিছিল

  © টিডিসি ফটো

ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার হয়ে কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদর মৃত্যু এবং সকল ধরনের গুম, খুন ও হত্যার প্রতিবাদে ‘বাংলাদেশের জনগণে’র ব্যানারে কফিন মিছিল করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষ করে করে কালেমায়ে শাহাদাত (আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু) পাঠ করে খাটিয়া মিছিল নিয়ে শাহবাগ, সাকুরা পয়েন্ট হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

‘বাংলাদেশের জনগণে’র সংগঠক আবু মোস্তাফিজ বলেন, দেশের সকল ধরনের গুম,খুন ও হত্যার প্রতিবাদে আমাদের এই কফিন মিছিল। এটি একটি প্রতীকী প্রতিবাদ। বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই। কোন মানুষের নিরাপত্তা নেই। এখন দেশে ভয়ের সংস্কৃতি চলমান।

তিনি আরো বলেন, এই মিছিলে যোগদান করার জন্য খুলনা থেকে আসার সময় পাটকল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠক রুহুল আমিনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এবং পুলিশ তার জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ কফিন মিছিলে দেশের বিভিন্ন স্তরের অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ