উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ত্রিবার্ষিক মূল্যায়নের পর এই ঘোষণা দেয়।
নিউ ইয়র্কে ২২ ফেব্রুয়ারি থেকে সিডিপির পাঁচ দিনব্যাপী এ সংক্রান্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই ঘোষণা আসে। বাংলাদেশ ছাড়াও নেপাল এলডিসি তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে। এছাড়া মিয়ানমার ও তিমুরকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ডগুলো অর্জন করেছে।
করোনা মহামারি কারণে সুপারিশপ্রাপ্ত দেশগুলো তিন বছরের পরিবর্তে পাঁচ বছর ট্রানজিশন সময় পাবে, যা ২০২৬ এ শেষ হবে। তবে ২০২৪ সালে আবারও পরিস্থিতি মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে সিডিপি।