সাংসদের বিকাশ নম্বরে দেদারসে টাকা পাঠাচ্ছে অজ্ঞাতরা

সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ
সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ  © সংগৃহীত

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের ব্যক্তিগত বিকাশ নম্বরে নিয়মিত অজ্ঞাত নম্বর থেকে টাকা আসছে বলে জানিয়েছেন তিনি। কে বা কারা এই টাকা পাঠাচ্ছে, শত চেষ্টা করেও তার কূলকিনারা করতে পারছেন না তিনি।

বিকাশ নম্বরটিতে অজ্ঞাত উৎস থেকে ঢুকছে হাজার হাজার টাকা। প্রতিদিনই আসছে টাকা। অজ্ঞাত উৎস থেকে তার বিকাশ নাম্বারে এমন টাকার জোয়ারে বিব্রত নূর মোহাম্মদ।

শেষপর্যন্ত তিনি বিড়ম্বনার কথা জানিয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন আমার বিকাশ নম্বরে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি ও উৎস থেকে এক হাজার দুই হাজার করে টাকা আসছে। এ টাকার পরিমাণ দিনে দিনেই ভারি হচ্ছে। অনেক চেষ্টা করেও ওই টাকা পাঠানো ব্যক্তি এবং উৎসের সন্ধান পাচ্ছি না। শেষ পর্যন্ত বিকাশ এবং টেলিকম কোম্পানির শরণাপন্ন হয়েছি। কিন্তু তারাও জানালেন- এ বিষয়ে বিস্তারিত জানাতে কয়েক দিন সময় লাগবে।

পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের এমন ফেসবুক স্ট্যাটাস এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।


সর্বশেষ সংবাদ