সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেলেন মেডিকেল কলেজ শিক্ষক ইমরান
ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চিকিৎসক নিহত হয়েছেন। তার নাম ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ছিলেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের আরও ৬ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় পুলিশ মোট ৭ জনের লাশ উদ্ধার করেছে।
নিহত অন্যদের মধ্যে এনা পরিবহনের চালক মঞ্জু, সুপারভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীরের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ডা. ইমরান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের জেএমসি-১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী। তার পিতা অধ্যাপক আমজাদ হোসেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।