১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭

মাতৃভাষা পদক পাচ্ছেন তিন ব্যক্তি-এক প্রতিষ্ঠান

  © ফাইল ফটো

মাতৃভাষায় বিশেষ অবদান রাখার জন্য বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দিতে যাচ্ছে সরকার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম বারের মতো দুই ক্যাটাগরিত এ পদক দেয়া হবে। এ বছর দুইজন দেশি নাগরিক, একজন বিদেশি নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে পদক দেয়া হবে।

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ পদক দেয়া হচ্ছে। দুই বছর অন্তর এ পদক দেয়া হবে। পদকপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এখনই নাম বলা যাবে না।

সূত্রে জানা যায়, পদকপ্রাপ্ত দেশীয় দুই জন হলেন- জাতীয় অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা। বিদেশি ব্যক্তি হলেন উজবেকিস্তানের নাগরিক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ। আর প্রতিষ্ঠানটি হলো- বলিভিয়ার অ্যাক্টিভিজমো লেংকুয়াস।

‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২১’-এ দুই ক্যাটাগরিত পদক দেয়া হবে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা বা পাঁচ হাজার ডলার দেয়া হবে।