টিকা নিতে আমেরিকা থেকে লোকজন বাংলাদেশে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

  © সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আপনারা শুনে তাজ্জব হবেন আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে টিকা নিতে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে টিকা নিতে আসলেন কেন? তিনি বললেন, ওখানে কত মাস পর পাব সেটা বলা যায় না। এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউড অ্যান্ড হাসপাতালে টিকা নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

নিজে ভ্যাকসিন নেয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এটা খুব সহজ, খামোখা আপনারা চিন্তায় থাকেন। টিকা নেয়ার পর কোনো ঝামেলা হচ্ছে না। দেখেন আমি গল্প করে যাচ্ছি। আমি টেরই পাইনি। আমি মানসিকভাবেও প্রস্তুত ছিলাম যে, এটা নিলে অসুবিধে হবে না।’

করোনা টিকা নেয়ার সহজ প্রক্রিয়া বোঝাতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিতো টিকা নিতে অভ্যস্ত। কিছুদিন আগে নাইজার যাওয়ার কথা ছিল, তারা ইয়োলো নামে কি টিকা দিয়েছে, এর থেকে মনে হলো এই টিকা আরো সহজ।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। বিশ্বের যে ৩০ থেকে ৩৫টি দেশ কভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।


সর্বশেষ সংবাদ