১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২১

অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন মাখন মিয়া

মাখন মিয়া  © সংগৃহীত

অস্বাভাবিক ওজনের কারণে এলাকায় বেশ পরিচিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। তবে জীবন যুদ্ধে হেরে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ওজন ছিল ৩০২ কেজি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মনবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মাখন মিয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে। তার জীবনের শুরুতে ওজন স্বাভাবিক থাকলেও পরে বাড়তে থাকে। মৃত্যুকালে তার ওজন দাঁড়ায় ৩০২ কেজিতে। অস্বাভাবিক ওজন নিয়ে দীর্ঘদিন মানবেতর জীবন কাটান মাখন মিয়া। অবশেষে এই ওজনের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তিনি প্রচন্ড শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। তার বয়স ২০ বছর পর্যন্ত স্বাভাবিকই ছিলেন। এরপর থেকে বাড়তে থাকে ওজন। অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিল চিকিৎসা। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নি:স্ব হয়ে যান মাখন মিয়ার পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে বেঁচে থাকাই ছিল কষ্টকর।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সোমবার রাতে মাখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার ওজনের কারণে জরুরি বিভাগে নেয়া সম্ভব হয়নি। ফলে হাসপাতালের গেইটেই চিকিৎসা দিতে হয়েছে। তার শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছিল। ইসিজি করার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।’