সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা: শিক্ষামন্ত্রী
দেশবাসীকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিজের সামনে রেখে গাজীপুরের দেলোয়ার ভাই ও শেলী ভাবির দেয়া এক গুচ্ছ টিউলিপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী লিখেছেন, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। এবারের বসন্ত অসাধারণ সুন্দর হয়ে উঠলো গাজীপুরের শ্রীপুরের কেওয়ার দেলোয়ার ভাই ও শেলী ভাবির কাছ থেকে পাওয়া দারুণ এক গুচ্ছ টিউলিপে।
শিক্ষামন্ত্রী আরও লিখেছেন, অনেক ভালোবাসায় তারা বাংলাদেশে এবার দ্বিতীয় বছরের মত ফুটিয়েছেন টিউলিপ ফুল। মূলতঃ এটি শীত প্রধান দেশের একটি ফুল। ভালোবাসা, একাগ্রতা আর ধৈর্য দিয়ে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তা তারা প্রমাণ করেছেন। তাদের স্বপ্ন, একদিন বাংলাদেশ ফুল রপ্তানীতে বিশ্বের প্রথম সারির দেশ হবে।
“সে স্বপ্ন নিয়ে এ পর্যন্ত বহু তরুণকে ফুল চাষে প্রশিক্ষণ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। বিশ্বাস করেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তাঁর সুযোগ্যা কন্যা শেখ হাসিনার বিশাল কর্মযজ্ঞে তারাও সাথী হবেন। এরকম সব স্বপ্ন আর ভালোবাসার গল্প নিয়েই তৈরী হয় সাফল্যের মহাকাব্য।’’