এই টিকা ব্যবস্থাপনার প্রশংসা করতেই হবে

মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী  © ফাইল ফটো

দেশে বর্তমানে যে টিকাদান কর্মসূচি চলছে সেটির প্রশংসা করতেই হবে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এ কথা মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ‘‘করোনার টিকা ব্যবস্থাপনার সাথে জড়িত সরকারের সব প্রতিষ্ঠান এবং কর্মীদের স্যালুট দিতে চাই! এই পর্যন্ত যতো জন টিকা নিছেন, প্রত্যেকের কাছেই শুনছি চমৎকার ব্যবস্থাপনার কথা! টিকা রোল আউট করা সহজ কাজ না! আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলার দুর্বলতা নিয়ে অনেক সমালোচনা করি আমি! করাই উচিত কারন সমালোচনাই তাদের দুর্বলতা দুর করতে সাহায্য করতে পারে! কিন্তু এই টিকা ব্যবস্থাপনার প্রশংসা করতেই হবে! আশা করি সামনের দিনগুলোতেও একই ধারাবাহিকতা তারা বজায় রাখবে’’।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কর্মসূচির উদ্ভোদন করা হয়। এদিন দেশের বিভিন্ন জায়গায় দেশের বিশিষ্ট নাগরিক, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তারা টিকা নেন। আজ টিকাদান কর্মসূচির চতুর্থ দিন চলছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার প্রথম ডোজ নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। এদিন আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সর্বশেষ সংবাদ