দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি নুরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৯ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৯ PM
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সং সংদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
নুর বলেন, আজকে দেখেন, বাস ভর্তি লোক যাচ্ছে। আওয়ামী লীগ অডিটোরিয়াম ভর্তি করে সমাবেশ করছে, বিএনপি করছে, আমরা করছি। সব কিছুই স্বাভাবিক রয়েছে। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে নুর বলেন, আলজাজিরার প্রতিবেদনটির অবশ্যই অনেক সত্যতা রয়েছে। কিন্তু আপনাদের বুঝতে হবে এটা একটি রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আলজাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি, সত্যতা আছে; কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড। কারণ এই সরকার যত দিন ধরে ক্ষমতায় আছে আমেরিকা, চীন চাচ্ছে বাংলাদেশকে একটা পকেট বানাতে। কাজেই দুই পরাশক্তি এবং পার্শ্ববর্তী দেশের ত্রিমুখী প্রতিযোগিতা। এখন সরকার তো ভোটে নির্বাচিত নয়। তারা টিকে আছে তথাকথিত অপশক্তির কারণে। তাই নতুন কাউকে ক্ষমতায় এনে সত্য উন্মোচন করা হয়েছে। এটাকে সত্য বলতে পারেন আবার ষড়যন্ত্র বলতে পারেন। সত্য বলার পরিবেশ না থাকলে ষড়যন্ত্র করে পরিবেশ তৈরি করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খানসহ ছাত্র, যুব অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী।