ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড পেলেন শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৭ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৪ AM
নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবে ‘ওমেন ইকোনমিক ফোরাম’ (ডব্লিউইএফ) পরিচালিত ‘উইকি অ্যাওয়ার্ড ২০২১ ফর: উইমেন অব দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’ পুরস্কারে ভূষিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আয়োজিত ‘এশিয়ান উইমেন এন্টারপ্রিনিউর্স সামিট ২০২১’ শীর্ষক সামিটের সমাপনী অধিবেশনে শিক্ষামন্ত্রীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের দেশ ভিত্তিক সমন্বয়কারী এমএস মিয়া সেপ্পু, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ওটিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ।
উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসিআই) ১২০টি দেশের প্রায় আড়াই লাখ নারী সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠন তথা নারীর ক্ষমতায়নে মানবহিতৈষী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।
ডব্লিউআইসিসিআই পুরস্কারটি নারীদের উৎসাহিত করার লক্ষ্যে ওমেন ইকোনমিক ফোরামের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী, বিশ্বনেতাদের মাঝে এ সম্মানজনক পুরস্কার বিতরণ করা হয়।