০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০

কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না: শিক্ষা উপমন্ত্রী

মহিবুল হাসান চৌধুরী  © সংগৃহীত

করোনা ভাইরাসের টিকা নিয়ে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন তিনি।

টিকা নেয়া শেষে মন্ত্রী বলেন, ‘টিকা নেওয়ার পর এখন পর্যন্ত আমি কোনো নেগেটিভ (নেতিবাচক) প্রতিক্রিয়া অনুভব করছি না। যে কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে কিছু অনুভব করছি না। আমাদের স্বাস্থ্য বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও টিকা নিয়েছেন। তারাও ভালো আছেন।’

উপমন্ত্রী আরও বলেন, ‘আমরা উৎসাহিত করতে চাই, যে অগ্রাধিকার তালিকা করা হয়েছে; সে ভিত্তিতে সবাই টিকা নেবেন।’