আল জাজিরার প্রতিবেদনের ভুল তুলে ধরব: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনে যেসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা আছে, সেগুলো তদন্ত করা হবে। প্রতিবেদনটি আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। আমরা সেটার জন্য কাজ করছি।
আজ শনিবার আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে এক্সিম ব্যাংকের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তার কোনো দেহরক্ষী নেই। এখন তার নিরাপত্তা দেয় এসএসএফ। তার দেহরক্ষী নেতা-কর্মীরা।
তিনি বলেন, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- প্রধানমন্ত্রীর দুজন দেহরক্ষী ছিল। এখন, অনেকেই আমার পেছনে দাঁড়ান। আমরা তাদের সবাইকে চিনিও না। প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেন, তখন অনেকে তার পেছনে দাঁড়ায়। একজনের ছবি দেখিয়ে প্রতিবেদনে বলা হয় যে সে প্রধানমন্ত্রীর দেহরক্ষী। এটা ভুয়া তথ্য। আল জাজিরা মিথ্যা তথ্য দিয়ে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
মোমেন বলেন, বিদেশে বাংলাদেশকে নেতিবাচকভাবে দেখানো হচ্ছে। গুগলে বাংলাদেশ খুঁজতে গেলে এখনও ইট ভাটায় কাজ করা দরিদ্র নারীদের বাচ্চাসহ ছবি দেখা যায়। কিন্তু বাংলাদেশ এখন বদলেছে। অনেক অগ্রগতি আছে, তবে গণমাধ্যমে তার প্রতিফলন নাই।
জাতিসংঘের অনুরোধে বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা তদন্ত করা যেতে পারে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’
তিনি বলেন, তবে জাতিসংঘ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করেন। যদি অভিযোগ ওঠে, তবে আমরা অবশ্যই তদন্ত করব। এগুলো বিশ্বাসযোগ্যতা থাকলে, আমরা তদন্ত করব। যদি না হয়, করব না।