ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

শহীদ মিনারের বেদিতে কিশোরী এবং মোহাম্মাদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ ঘটিকায় টিএসসি থেকে মিছিলযোগে শহীদ মিনারে পৌঁছে বিক্ষোভ সমেবশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী শ্রাবণ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নটরডেম কলেজের শিক্ষার্থী মাশরুরু ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রীতিলতা ব্রিগেডের সংগঠক অর্নী আনজুম, ঢাকা মহানগর প্রীতিলতা ব্রিগেডের সংগঠক রাইসা আমিন, আদৃতা রায়সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে সংহতি জানিয়ের বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিখা পিরুগে, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও সহিংসতা এবং রাষ্ট্র যন্ত্রের নির্বিকার ভূমিকা বারবার প্রমাণ করে এই রাষ্ট্র ধর্ষকের অভয়ারণ্য। শহীদ মিনারের মিমের লাশ এরই একটা খণ্ডচিত্র। এই সিস্টেমটা পুরোপুরি উপড়ে ফেলতে হবে।

বক্তারা বলেন, রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে ব্যার্থ হয়ে উল্টো ভিক্টিম ব্লেমিং করছে। রাষ্ট্রে সাক্ষ্য আইন ১৫৫(৪)-এর মত ধারা প্রচলিত আছে। যা প্রমাণ করে এই রাষ্ট্রের আইনও ধর্ষিতার পক্ষে নয়। সুতরাং শুধু বিচার নয় সমগ্র বিচার ব্যবস্থাই পাল্টে রাষ্ট্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ